সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ অক্টোবর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আরাভকে দেশে ফেরানোর উদ্যোগে ভাটা যে কারণে

রবিউল ইসলাম ওরফে আরাভ খান
ছবি: আরাভের ফেসবুক থেকে নেওয়া

পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে আগামী জাতীয় নির্বাচনের আগে দুবাই থেকে দেশে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার আগ্রহ নেই সরকারের। সরকরের একটি ঊর্ধ্বতন সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আরাভকে এখন দেশে ফেরানো হলে জটিলতা বাড়তে পারে। এমন আশঙ্কায় তাঁর ব্যাপারে সরকার আপাতত চুপচাপ। বিস্তারিত পড়ুন...

ভারতে যে ফাঁদে পড়ে মানুষ আত্মহত্যা করছেন, সেই ঋণের অ্যাপ বাংলাদেশে

ভারতে অ্যাপভিত্তিক ঋণের ফাঁদে পড়ে ৬০ জনের মতো মানুষ আত্মহত্যা করেছেন বলে গত সপ্তাহে বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়। উদ্বেগজনক দিক হলো, বাংলাদেশেও ঋণ দেওয়ার অ্যাপ বাড়ছে। আর ওই সব অ্যাপ আইন মানছে না।
বিস্তারিত পড়ুন...

গাজায় স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করল ইরান

শনিবার কাতারে হামাসের নেতা ইসমাইল হানিয়ের (বাঁয়ে) সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের (ডানে) বৈঠক হয়

গাজায় উপত্যকায় স্থল অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যের অন্য জায়গাগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। রোববার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ সতর্কতা উচ্চারণ করেছেন। বিস্তারিত পড়ুন...

নিষ্ঠুর হাসির এই দীপিকাকে আগে কে দেখেছে

‘সিংহাম এগেইন’ ছবিতে দীপিকার লুক। ইনস্টাগ্রাম থেকে

চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘পাঠান’ দীপিকা পাড়ুকোনকে অ্যাকশন অবতারে দেখা গেছে। এর আগে ‘ছাপাক’ সিনেমায় করেছিলেন অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারীর চরিত্রে। তবে নতুন সিনেমায় তাঁর লুক দেখে চমকে গেছেন ভক্ত-অনুসারীরা। মূলত রোমান্টিক সিনেমার জন্য পরিচিত দীপিকা, তাই তাঁর এমন নৃশংস লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিস্তারিত পড়ুন ...

লিটনের সাংবাদিক বের করে দেওয়ার ঘটনা দেশের জন্য ‘লজ্জাজনক’, বিসিবি ‘দুঃখিত’

লিটন দাস

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সটা এখন পর্যন্ত তেমন সুবিধার নয় বাংলাদেশের, তিন ম্যাচের দুটিতেই হেরেছে সাকিব আল হাসানের দল। এর মধ্যে গতকাল মাঠের বাইরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস টিম হোটেল থেকে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দিয়েছেন, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গতকাল থেকেই সমালোচনার মুখে ছিলেন লিটন।
বিস্তারিত পড়ুন...