সোনার বাংলা ৫টার ট্রেন এখনো ছাড়েনি

ঈদ যাত্রার প্রথম দিন নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। অনেকেই প্ল্যাটফর্মে শুয়ে-বসে সময় কাটান। চট্টগ্রাম রেল স্টেশন
ছবি জুয়েল শীল

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঈদযাত্রার প্রথম দিন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা বিকেল পাঁচটায়। ঘড়ির কাটা যখন রাত পৌন নয়টা, তখনও ট্রেন রেলস্টেশনে আসেনি। ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়ার কথা। গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অপেক্ষায় বসে আছেন যাত্রীরা। দুর্ভোগের মধ্যে সন্ধ্যায় রেলস্টেশনেই ইফতার সারতে হয় তাঁদের।

সোনার বাংলা এক্সপ্রেস গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে একটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য আজ সোমবার সকাল সাতটায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।

তবে চট্টগ্রাম থেকে যাত্রা বাতিল না করে নতুন বগি দিয়ে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম স্টেশনমাস্টার আবু জাফর রাত আটটায় প্রথম আলোকে বলেন, কুমিল্লার দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের অনেক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বগি দিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়। নতুন করে ট্রেনটি প্রস্তুত করতে সময় লেগেছে। এ জন্য দেরি হচ্ছে।

কুমিল্লায় মালবাহী ট্রেনের লাইনেই চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি ঢুকে পড়ে। এতে যাত্রীবাহী ট্রেনটি দুমড়ে–মুচড়ে যায়। রোববার সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে‌

আবদুর রশিদ নামের এক চাকরিজীবী স্ত্রী ও দুই সন্তান নিয়ে যাবেন ঢাকায়। তিনি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে বলেন, ট্রেন যাতে মিস না হয় এ জন্য পৌনে পাঁচটায় স্টেশনে চলে এসেছেন। কিন্তু পাঁচটায় ট্রেন আসেনি। এরপর আড়াই ঘণ্টা পার হলেও ট্রেনের দেখা পাননি। কুমিল্লার দুর্ঘটনার কারণে ট্রেন দেরি হতে পারে সবাই এটাই আলোচনা করছিল। কিন্তু কতক্ষণ দেরি হবে কিংবা কয়টায় ছাড়বে এ রকম সুনির্দিষ্ট ঘোষণা কারও কাছ থেকে পাননি। আর ঈদে যেতে হলে কষ্ট করতে হবে, কী আর করা?

এর আগে আজ সকালেও পাঁচটি ট্রেনের মধ্যে দুটি ট্রেন দেরিতে ছেড়ে যায়। ট্রেন দুটি হচ্ছে—সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস। চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু দেড় ঘণ্টা দেরিতে ৮টা ৫০ মিনিটে এই ট্রেন যাত্রী নিয়ে রেলস্টেশন ছেড়েছে। আর ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে রেলস্টেশন ছাড়ে সকাল পৌনে ১০টায়।