চট্টগ্রামে সহকর্মীকে ধর্ষণের অভিযোগের মামলায় এক শিক্ষানবিশ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম পল্টন দাশ (৩২)। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় বিয়ের কথা বলে বাদীকে ধর্ষণ করা হয়। পরে বাদী গর্ভবতী হয়ে পড়লে আসামি বাদীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গর্ভের সন্তান নষ্ট করার জন্য বাদীকে চাপ দিতে থাকেন। এ ঘটনায় ২০২১ সালের ৬ জুন ৮ মাসের গর্ভবতী ভুক্তভোগী শিক্ষানবিশ আইনজীবী কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। একই বছরের ১১ জুন আসামি ডিএনএ প্রতিবেদন আসা পর্যন্ত জামিন পান। ইতিমধ্যে ২০২১ সালের ৩১ আগস্ট বাদী কন্যাসন্তানের জন্ম দেন।
বাদীর আইনজীবী মানিক দত্ত প্রথম আলোকে বলেন, ডিএনএ প্রতিবেদন আসা পর্যন্ত আসামি জামিনে ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি ডিএনএ প্রতিবেদন আসে। এরপর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়।
আসামির পক্ষে জামিনের আবেদন করেন বিজয় কৃষ্ণ ঘোষ। এ সময় ডিএনএ প্রতিবেদনসহ সব অভিযোগ অস্বীকার করা হয়।