‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ হিসেবে রাইডার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ফুডপ্যান্ডা
‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ হিসেবে রাইডার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ফুডপ্যান্ডা

রাইডারদের জন্য ফুডপ্যান্ডার দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন

প্রথমবারের মতো রাইডার-পার্টনারদের জন্য দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। রাইডারদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক মাঠে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ঢাকার বিভিন্ন জোন থেকে প্রায় ১৫০ জন রাইডার আটটি দলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘গুলশান ভাইপারস’ টিম। ট্রফির পাশাপাশি তারা পুরস্কার হিসেবে পায় ২৫ হাজার টাকা ও মেডেল। রানার্সআপ ‘বেইলি রোড ড্র্যাগনস’ টিম পুরস্কার হিসেবে পায় ট্রফি, ১৫ হাজার টাকা ও মেডেল। এ ছাড়া ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ১০ হাজার টাকা ও ক্রেস্ট এবং টুর্নামেন্টের ‘বেস্ট গোলকিপার’ পান ৩ হাজার টাকা ও ক্রেস্ট।

ফুডপ্যান্ডার পক্ষ থেকে রাইডার রিক্রুটমেন্টের সিনিয়র ম্যানেজার রুহুল আমিন রবিন ও রাইডার এক্সপেরিয়েন্সের ম্যানেজার সাহিদা ফাতেমা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। ফুডপ্যান্ডার কর্মকর্তারা টুর্নামেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী দলগুলোকে উৎসাহিত করেন।

নকআউট ফরম্যাটের এ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো গুলশান ভাইপারস, ধানমন্ডি মাদ্রিদ, মিরপুর টার্মিনেটরস, লালবাগ রয়্যালস, বসুন্ধরা ডিফেন্ডার্স, মোহাম্মদপুর ব্যান্ডিটস, উত্তরা অ্যাভেঞ্জার্স ও বেইলি রোড ড্র্যাগনস।

টুর্নামেন্টের আয়োজন নিয়ে ফুডপ্যান্ডার অপারেশনস ডিরেক্টর হায়দার মালিক বলেন, ‘আমাদের রাইডাররাই আমাদের কার্যক্রমের অন্যতম চালিকা শক্তি। রাইডাররা যেন তাঁদের কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি লাভ করেন এবং সুস্থ জীবন যাপন করতে পারেন, এ জন্য আমরা তাঁদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাইডারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।’

রাইডার ফুটবল টুর্নামেন্টটি ফুডপ্যান্ডার ‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ। রাইডারদের সুরক্ষা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন এবং কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধিতে এ কর্মসূচি ভূমিকা রাখছে। এর আগে কর্মসূচিটির অধীন ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। ফুটবল টুর্নামেন্টটি আয়োজনে সহযোগী হিসেবে অংশ নিয়েছে প্রাণ ও পিৎজা হাট এবং জার্সি স্পনসর করেছে নিউ সান।