ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নে বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের ভিড়।
ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নে বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের ভিড়।

১৩৬তম ক্যান্টন ফেয়ার

ওয়ালটন প্রদর্শন করছে এআইওটি ফিচারসমৃদ্ধ স্মার্ট প্রযুক্তিপণ্য

বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’ বা ক্যান্টন ফেয়ার ১৫ অক্টোবর শুরু হয়েছে। চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এই ট্রেড শোতে কৃত্রিম বৃদ্ধিমত্তাসম্পন্ন স্মার্ট প্রযুক্তির ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করছে গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন।

ওয়ালটন সূত্রমতে, ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক অঙ্গনের ২.১ নম্বর হলে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। যেখানে প্রদর্শন করা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিক মানের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহ। এর মধ্যে রয়েছে বিশ্বের সর্বশেষ প্রযুক্তিতে তৈরি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক ফিচারের রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, ফ্যান, ব্যাটারি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ, টিভি ও মোবাইলের মাদারবোর্ড বা পিসিবিএ ইত্যাদি। মেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচারযুক্ত নানান পণ্য প্রদর্শন করছে ওয়ালটন।

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট এবং ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আবদুর রউফ বলেন, ‘ক্যান্টন ফেয়ার বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো। প্রতিবছর পৃথিবীর নানা প্রান্ত থেকে কয়েক লাখ ব্যবসায়ী ক্যান্টন ফেয়ারে আসেন। এখানে বিশ্বের সেরা মান ও অত্যাধুনিক ফিচারের পণ্য নিয়েই হাজির হয়েছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন উচ্চ মানের পণ্য দিয়ে বিশ্বের যেকোনো ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমরা।’

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার সূত্রমতে, ক্যান্টন ফেয়ারে এআইওটি ফিচারসমৃদ্ধ বিশ্বের সর্বোচ্চ নাইন-ইন-ওয়ান কনভার্টিবল মুডের ফোর-ডোর, এইট-ইন-ওয়ান কনভার্টিবল সাইড বাই সাইড ডোর, মাল্টিকালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কম্বি মডেলের রেফ্রিজারেটর ও ভার্টিক্যাল ফ্রিজার প্রদর্শন করছে ওয়ালটন। এআইওটিভিত্তিক এই মডেলের ফ্রিজগুলো স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিচালনা করা যাবে।

ক্যান্টন ফেয়ারে ইনভার্টার প্রযুক্তির সোলার হাইব্রিড স্প্লিট টাইপ এসি, ৫ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে এসি ও অফলাইন ভয়েস কন্ট্রোল এসি প্রদর্শিত হচ্ছে। স্মার্ট আইওটিপ্রযুক্তিসমৃদ্ধ ওয়ালটন এসি বিশ্বের যেকোনো প্রান্তে বসে স্মার্টফোনের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে।

ওয়ালটনের সোলার হাইব্রিড স্প্লিট টাইপ এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এ ছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি। এতে আরও ব্যবহার করা হয়েছে মরিচা প্রতিরোধক কোটেক ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রযুক্তি।

উল্লেখ্য, চীনের গুয়াংজুতে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৬৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ক্যান্টন ফেয়ার। অক্টোবরের ১৫ তারিখ থেকে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত মোট তিনটি ধাপে চলবে এই মেলা। প্রথম ধাপ ১৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে। যেখানে বিশ্বের নামকরা প্রযুক্তি জায়ান্টরা ইলেকট্রনিকস অ্যান্ড হাউসহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, লাইটিং ইকুইপমেন্ট, ভেহিক্যালস অ্যান্ড স্পেয়ার পার্টস, মেশিনারি এবং হার্ডওয়্যার অ্যান্ড টুলস পণ্য প্রদর্শন করছে। ইলেকট্রনিকস অ্যান্ড হাউসহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে বিশ্বের অন্যতম এই বৃহৎ মেলায় চতুর্থবার অংশ নিয়েছে ওয়ালটন।