এইচএসসির ফল প্রকাশের পর নটর ডেম কলেজের দৃশ্য
এইচএসসির ফল প্রকাশের পর নটর ডেম কলেজের দৃশ্য

এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলেন ২০০ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে একজন ছাত্রের ফল প্রথমে অনুত্তীর্ণ এলেও পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ এসেছে।

আজ বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে জানান, এবার ৫৯ হাজারের বেশি শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৩১৯ জনের ফল পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ১৩৭ জন।

গত ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ওই দিন জানানো হয়েছিল, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১ লাখ ৩১ হাজার ১১৮ জন। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৫৪ হাজার ৬৪৪ জন। গড় পাসের হার ৭৫ দশমিক ৫৬। আর এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন, যা গতবার ছিল ৭৮ হাজার ৫২১ জন।