সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ ডিসেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার

ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফটোসেশনে অংশ নেন সবাই
ছবি: পিআইডি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল ঢাকায় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কূটনীতিকেরা। বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের প্রতি বাংলাদেশিদের জন্য তাঁদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কে, রেহানার ক্যাশিয়ার কে: আসিফ নজরুল

দুদক আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ৯ ডিসেম্বর

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুরো পরিবার ‘চোর’ ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ওই ‘চোরের’ মুখের সামনে কেউ কথা বলতে পারত না। দুদক ও বিচার বিভাগ তাঁর দাসে পরিণত হয়েছিল। এখন কোনো হস্তক্ষেপ নেই। বিস্তারিত পড়ুন...

লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যরা

যুক্তরাজ্যের লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শকসারিতে আব্দুর রহমান (ওপরে বাঁয়ে), শফিকুর রহমান চৌধুরী (ওপরে ডানে), হাবিবুর রহমান হাবিব (নিচে বাঁয়ে) ও কবির বিন আনোয়ার (নিচে ডানে)

যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশের দর্শকসারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে। বিস্তারিত পড়ুন...

সিরিয়ায় বাশারের পতন: ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও বিদ্রোহীদের স্বার্থ যেখানে এক হলো

বাশার আল–আসাদ পালিয়ে যাওয়ায় সিরিয়ায় শুধু বাথ পার্টির শাসনেরই অবসান ঘটেনি, একই সঙ্গে ছায়া যুদ্ধে ইরান ও রাশিয়ারও পরাজয় ঘটেছে

সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের হাতে বাথ পার্টির ৬১ বছরের শাসনের অবসান হলো। ১৯৬৩ সালে এক সামরিক অভ্যুত্থানে আরব সোশ্যালিস্ট বাথ পার্টি সিরিয়ার ক্ষমতা দখল করে। ১৯৭১ সালে বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদ পার্টির ভেতরে অভ্যুত্থান ঘটিয়ে আমিন আল-হাফিজের কাছ থেকে ক্ষমতা দখল করেন। হাফিজ আল-আসাদের মৃত্যুর পর বাশার আল-আসাদ ক্ষমতায় আরোহণ করেছিলেন ২০০০ সালে। বিস্তারিত পড়ুন...

২০২১ সালে হঠাৎ আমার উচ্চতা বেড়ে গেল, আমি ডিপ্রেশনে চলে গেলাম...

২০১০ সালের দিকে ক্যারিয়ার শুরু করেন। কলকাতার ধারাবাহিক নাটকে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। টানা ছোট পর্দার অভিনয়ে ব্যস্ত হন মৌসুমী হামিদ। একের পর এক তাঁর পরিচিতি বেড়েই চলছিল। ক্যারিয়ার সামনে এগিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। আট বছর অভিনয় করার পরে হঠাৎই ক্যারিয়ারে বাধা আসে। বাধা হয়ে দাঁড়ায় মৌসুমী হামিদের উচ্চতা। হঠাৎই নাকি মৌসুমী হামিদের শারীরিক উচ্চতা বেড়ে গিয়েছিল। সেই গল্পই শোনাচ্ছেন এই তারকা। বিস্তারিত পড়ুন...