চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম অন্তর সরকার (২৬)। তিনি ঢাকা জেলার বাসিন্দা।
চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, দুই তরুণ একটি মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পেছনের তরুণ সম্ভবত চলন্ত মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান। এরপর পেছন থেকে আসা দুটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়েছি। দুর্ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। পুলিশ ঘটনার তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবে।’