কাচালং নদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের দুটি জায়গা তলিয়ে গেছে। সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রে তিন শতাধিক পর্যটক আটকে পড়েছেন বলে জানা যায়।
এতে আজ শনিবার সকাল থেকে সাজেক-বাঘাইহাট সড়কের বাঘাইহাট বাজার ও ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মাঝামাঝি ও মাচালং বাজার এলাকার সড়ক চার থেকে সাত ফুট পানিতে তলিয়ে যায়। এর পর থেকে যানচলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ পাহারায় পর্যটকদের সাজেক থেকে বাঘাইহাট বাজারের উদ্দেশে আসার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে পানি সরে গেলে দুপুরে কিংবা বিকেলে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসা হবে বলে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে বেড়াতে যান অন্তত তিন শতাধিক পর্যটক। আজ সকাল সাড়ে ১০টায় তাঁদের ফিরে আসার কথা। কিন্তু বাঘাইহাট-সাজেক সড়কের দুই স্থানে পানিতে তলিয়ে যাওয়ায় আসা সম্ভব হয়নি।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ প্রথম আলোকে বলেন, টানা বৃষ্টিতে কাচালং নদের পানি বেড়ে যাওয়ায় বাঘাইহাট-সাজেক সড়কের দুই স্থানে পানিতে তলিয়ে গেছে। ফলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকবাহী যানবাহন আসতে পারেনি। পানি সরে গেলে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসা হবে।