‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুকুর পদে দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরী ‘পলি’
‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুকুর পদে দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরী ‘পলি’

এক দিনের জন্য মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালকের পদে পলি

এক দিনের জন্য বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুকুর পদে দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরী ‘পলি’। ১১ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হবে। সে উপলক্ষে আন্তর্জাতিক সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে মেয়েদের অধিকার সুযোগের ক্ষেত্র বাড়ানোর জন্য একটি বিশেষ ক্যাম্পেইন ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আয়োজন করেছে, যেখানে এক মেয়ে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ পদে আসীন হয় প্রতীকীভাবে।

এর অংশ হিসেবে পলি বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক পদ গ্রহণ করেছেন গতকাল সোমবার। প্ল্যান ইন্টারন্যাশনালের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পলি তাঁর এলাকায় কিশোরী ও যুব নারীদের ক্লাবের সদস্য হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। তিনি তাঁর কমিউনিটির কিশোর-কিশোরীদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, বাল্যবিবাহ বন্ধ করা, শিশু শিক্ষা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।

জাতিসংঘ–ঘোষিত এবারের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য, ‘ভবিষ্যতের জন্য মেয়েদের ভাবনা’। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিপাদ্যটি হলো ‘শান্তির জন্য একত্র হও’। অন্যদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত এ বছরের জাতীয় শিশু অধিকার সপ্তাহের প্রতিপাদ্য, ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের  অঙ্গীকার’। এই বছরের জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কিশোরী এবং যুব নারীদের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে, চলমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার জন্য একটি পরিবেশ তৈরি করে থাকে, যা তাদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, এমন উদ্যোগ এবং সমস্যাগুলোর সঙ্গে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনাগুলো মূল্যায়ন করে থাকে। টেকওভার হলো বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন।

পলি বলেন, ‘এই টেকওভারের অভিজ্ঞতাটি আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। এর মাধ্যমে আমি আমার কমিউনিটিতে অন্য কিশোরী ও শিশুদের অনুপ্রাণিত করতে পারব। কারণ, আমি আমার কমিউনিটির নারী, কিশোরী ও শিশুদের জন্য কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে তারা স্বনির্ভরভাবে বাঁচতে পারে। আমি বিশ্বাস করি, আমাদের সবারই সমাজ পরিবর্তন করার ক্ষমতা আছে, সেই শক্তিকে আমাদের কার্যকরভাবে ব্যবহার করতে হবে।’

পলি ভবিষ্যতে তাঁর কমিউনিটিতে শিশু ও যুব নারীদের জন্য একটি টেকসই অবস্থান তৈরি করার লক্ষ্যে জেন্ডার সমতা এবং নারী অধিকারের পক্ষে কাজ করতে চান। তিনি স্কুল থেকে ঝরে পড়া শিশু ও কিশোরীদের নিয়ে কাজ করতে চান, সামাজিক, অর্থনৈতিক সমস্যার কারণে যেন আর কোনো শিশু কিংবা কিশোরীর লেখাপড়া বন্ধ না হয়।

বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুকু বলেছেন, ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। একসঙ্গে মিলে আমরা কন্যাশিশু ও মেয়েদের প্রতিবন্ধকতাগুলো দূর করতে এবং তাদের স্বপ্নের পেছনে ছুটতে অনুপ্রাণিত করছি। এ ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ স্বপ্নপূরণে আমরা সাথে আছি। এ বছরের থিম, “গার্লস ভিশন ফর দ্য ফিউচার”, এআই উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়াতে মাইক্রোসফটের প্রতিশ্রুতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’