শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

নারায়ণগঞ্জে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

আজ বুধবার ভোর ৪টা ৪০ মিনিটে মারা যান গৃহকর্তা মোহাম্মদ বাবুল (৪০)। তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বাবুলের শরীরের ৬৬ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় আগে মারা যান মো. সোহেল (২০), শিশু মো. ইসমাইল (১১) ও তাসলিমা খাতুন (৯)।

গত শুক্রবার রাতে রূপগঞ্জে একটি বাসায় আগুন আগে। এতে ছয়জন দগ্ধ হন। দগ্ধ অপর দুজন হলেন বাবুলের স্ত্রী শেলি (৩৫) ও স্বজন মুন্নি (১৮)। তাঁরা চিকিৎসাধীন।

স্থানীয় লোকজন বলেছেন, দুই শিশু ছাড়া অন্যরা পেশায় পোশাকশ্রমিক।

স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম জানান, শুক্রবার মধ্যরাতে হঠাৎ অগ্নিদগ্ধ হন বাবুলসহ অন্যরা। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।