শুভ সকাল। আজ ১৬ ফেব্রুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
কারাগার থেকে বেরিয়েই ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার’ আন্দোলন অব্যাহত রাখার কথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নেতা-কর্মীদের হতাশার কিছু নেই। বিস্তারিত পড়ুন...
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, গ্রামীণ ব্যাংক তাঁদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে। এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি। বিস্তারিত পড়ুন...
সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার রাত থেকেই খবরটি ছড়াতে থাকে। মো. জিয়াউল হক একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় গ্রামের মানুষ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার সকাল থেকে শুভাকাঙ্ক্ষীরা তাঁর বাড়িতে ভিড় জমান, অভিনন্দন জানাতে সঙ্গে নিয়ে আসেন ফুলের তোড়া। কিন্তু জীবিকার তাগিদে তখন দই বিক্রি করতে বেরিয়েছেন ৯০ বছর বয়সী জিয়াউল হক। বিস্তারিত পড়ুন...
গত ৭ জানুয়ারির নির্বাচনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে কারা আসবেন, তা নিয়ে জল্পনা চলছিল। আওয়ামী লীগের অফিস ও নেতাদের বাড়িতে মনোনয়নপ্রত্যাশী অনেকে ধরনা দিয়েছেন। প্রশ্ন উঠেছিল, এই সংসদে নৌকার বাইরে যে ৬২ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হলেন, তাঁদের প্রাপ্য ১০টি সংরক্ষিত আসনের বিষয়ে কে সিদ্ধান্ত নেবেন? স্বতন্ত্র সদস্যরা কোনো মোর্চা করে কি ১০ নারী সংসদ সদস্যকে বেছে নেবেন?
বিস্তারিত পড়ুন...
টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন ২০১৪ সালে। সংসদ, সংবিধান, সংসদীয় কমিটিসহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
বিস্তারিত পড়ুন...