সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ মে, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

পশ্চিমবঙ্গে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তথ্য পেয়েছে পুলিশ

সংসদ সদস্য আনোয়ারুল আজিম
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছেন বলে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশ। ভারতে গিয়ে আনোয়ারুল আজিমের নিখোঁজের ঘটনায় তদন্ত–সংশ্লিষ্ট একটি পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ বাংলাদেশে আটক করেছে। আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উদ্দেশ্য বুঝতে পারছি না

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। মঙ্গলবার দুপুরে ঢাকার মিরপুর ডিওএইচএসে তাঁর বাসভবনে আজিজ আহমেদ সাক্ষাৎকার দেন। বিস্তারিত পড়ুন...

শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল, জানালেন অন্য হেলিকপ্টারে থাকা কর্মকর্তা

ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল, সে সম্পর্কে বিস্তারিত খুব কমই জানা গেছে। এবার এ ঘটনার খুঁটিনাটি নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেইন ইসমাইলি। বিস্তারিত পড়ুন...

টেক জায়ান্টরা যেভাবে গাজায় গণহত্যার ‘সহযোগী’

গুগল ক্লাউড অফিসের সামনে ফিলিস্থিনপন্থীদের বিক্ষোভ। সেখানে পাল্টা ইসরায়েলপন্থীর ইসরায়েলের পতাকা প্রদর্শন করেন। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ১৬ এপ্রিল, ২০২৪

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনার অল্প কিছু পরে গুগলের সিইও সুন্দর পিচাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেন। এতে ফিলিস্তিনিদের কথা উল্লেখ না করে তিনি ইসরায়েলিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, আইবিএমসহ অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরাও ইসরায়েলের প্রতি তাদের ব্যাপক সমর্থন জানান। বিস্তারিত পড়ুন...

‘হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি’—বাংলাদেশকে হারিয়ে বললেন যুক্তরাষ্ট্রের হারমিত সিং

হারমিত সিং

হারমিত সিং—নামটা এখন বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা চাইলেও হয়তো ভুলতে পারবেন না। কাল হিউস্টনে বাংলাদেশের বিপক্ষে ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার। বিস্তারিত পড়ুন...