আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

নতুনদের সদস্য করেই চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নির্বাচনের দাবি সংস্কৃতিকর্মীদের

নতুন সংস্কৃতিকর্মীদের সদস্য করা এবং সাধারণ সভা আহ্বানের পর চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

চট্টগ্রামের একুশ মেলা পরিষদ নামের একটি ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম সংগ্রাম কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী শাহরিয়ার খালেদ। বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দিন, একুশ মেলা পরিষদের সমন্বয়ক চৌধুরী জগলুল হক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সংগঠক কাজী রাজিশ ইমরান।

বক্তাদের অভিযোগ, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তিন বছরের জন্য নির্বাচিত কমিটি ছয় বছর দায়িত্ব পালন করেছে। এ সময় তারা একটা সাধারণ সভাও করেনি। অথচ গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর সাধারণ সভা এবং সভায় বাজেট প্রণয়নের কথা রয়েছে। তা না করে তড়িঘড়ি করে ঈদুল আজহার আগে তারা নতুন করে নির্বাচনের আয়োজন করতে চাইছে। ক্ষমতা কুক্ষিগত করতে নতুন সংস্কৃতিকর্মীদের শিল্পকলার সদস্যপদ দেওয়া হচ্ছে না।

বক্তারা আরও বলেন, গত ছয় বছরে অনেক নতুন সংস্কৃতিকর্মী চট্টগ্রামের সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিচ্ছেন। শিল্পকলা একাডেমিতে সদস্য হওয়ার অধিকার রয়েছে তাঁদের। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এ সুযোগ তাঁদের দেওয়া হচ্ছে না। অবিলম্বে নতুন সংস্কৃতিকর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি একটা সাধারণ সভা আহ্বান করার দাবি জানাচ্ছি। সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করা হোক।

এতে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গবেষক জামসেদ উদ্দিন, শিল্পী এমরান ফারুকী, সংগঠক সিঞ্চন ভৌমিক, সংগঠক হাবিব বিপ্লব, ছাত্রনেতা এম কাউছার উদ্দিন, সাংবাদিক রোকন উদ্দিন, সংস্কৃতিকর্মী শাহিনা আকতার, মামুরা মমতাজ প্রমুখ।