ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্‌ফুজ আনাম
ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্‌ফুজ আনাম

অন্তর্বর্তী সরকারের কাছে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা মাহ্‌ফুজ আনামের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম।

বৃহস্পতিবার রাতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে আছেন ১৭ জন। রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন (তিনজন ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি) উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে প্রধান উপদেষ্টা এবং এরপর অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

বঙ্গভবনের এই অনুষ্ঠানে অন্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। সেখানে কয়েকজন সাংবাদিক তাঁর কাছে প্রতিক্রিয়া জানতে চান।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথম চাওয়া বা প্রত্যাশা কী? জবাবে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, দেশের গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা—অনেক কিছু আমাদের আবেদন, আশা, আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।’

তখন সাংবাদিকেরা আবার জানতে চান, কত দিনে এই সংস্কারগুলো করা সম্ভব বলে মনে করেন? জবাবে তিনি বলেন, ‘এটি ওনারা বুঝবেন। কিন্তু আমি সাংবাদিক হিসেবে মনে করি, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আছে, এটি যেন বাস্তবায়ন করা হয়।’