সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ সেপ্টেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি

সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ
ছবি: মইন ইউ আহমেদের সৌজন্যে

পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল (অব.) মইন ইউ আহমেদ। ২০০৮ সালের ২৮ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ সরকার শপথ নেয় ২০০৯ সালের ৬ জানুয়ারি। শপথ নেওয়ার পর দুই মাসের কিছু কম সময়ের মধ্যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। সেই ঘটনায় সেনাপ্রধান হিসেবে নিজের ও সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেছেন মইন ইউ আহমেদ।
বিস্তারিত পড়ুন...

গণ-অভ্যুত্থান আর ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে: উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

জাদুঘরে রূপান্তরের পর গণভবনে ছাত্র-জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নিপীড়নের চিত্রও থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বিস্তারিত পড়ুন...

আমাদের জেন-জি ও চীনের জেন-জি: মুক্তির শেষ বলে কিছু নেই

‘আগে কেবা প্রাণ করিবেক দান, তারি লাগি তাড়াতাড়ি’ করে ‘দারুণ বিপ্লব-মাঝে’ এই জেন-জি যেন রূপকথার ফিনিক্স।

আমাদের ছেলেবেলাজুড়ে ‘আমরা সবাই যে রসাতলে যাচ্ছি’—এ রকম একটা আলোচনা ঘরে-বাইরে এত বেশি শুনতাম যে আমার মতো অনেকে ধরেই নিয়েছিলাম যে আমাদের মঞ্জিলে-মকসুদ নির্ঘাত সেই রসাতল নামক দেশ। এখন অবশ্যই জীবনের এতটা পথ পেরিয়ে চীন দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে মাঝেমধ্যে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে মনে হয়, ‘যাক বাবা বড্ড বাঁচা বেঁচে গেছি, যদিও ছাপোষা মাস্টারমশাই হয়েছি, তবু আর যা-ই হোক, রসাতলে তো যাইনি।’
বিস্তারিত পড়ুন...

নিউইয়র্কে ইউনূস-মোদি বৈঠক চেয়ে ঢাকার অনুরোধে এখনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি সম্পর্কে অবগত, এমন ব্যক্তিদের বরাত দিয়ে আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
বিস্তারিত পড়ুন ...

হাথুরুসিংহেকে নিয়ে এখন কেন প্রশ্ন উঠবে

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ থাকবেন কি না—এই প্রশ্নটা এখন ওঠারই কথা নয়। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে মাত্রই দেশে ফিরেছে দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা এই সাফল্যের পর তো আগামী ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর হাথুরুসিংহের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কি না, এই আলোচনা হওয়ার কথা।
বিস্তারিত পড়ুন...