চেক বুঝিয়ে দিয়ে টাকা নিচ্ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবরক্ষক মাসুদুল ইসলাম
চেক বুঝিয়ে দিয়ে টাকা নিচ্ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবরক্ষক মাসুদুল ইসলাম

চট্টগ্রাম সিটি করপোরেশন

ঘুষ নেওয়া সেই হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

উন্নয়নকাজের বিলের জন্য ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে বরখাস্ত করে সিটি করপোরেশন। এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।

এদিকে আজ নিজ দপ্তরে আসেননি মাসুদুল ইসলাম। নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের পঞ্চম তলায় অবস্থিত মাসুদুল ইসলামের কক্ষ তালাবদ্ধ ছিল।

সিটি করপোরেশনের হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও সম্প্রতি সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ছড়িয়ে পড়ে। দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, এক ঠিকাদারকে বিলের চেক দেন মাসুদুল ইসলাম। তখন ওই ঠিকাদার তাঁর হাতে টাকা দেন। টাকা নিয়ে তা নিজের প্যান্টের পকেটে রেখে দেন তিনি। তবে টাকার অঙ্ক স্পষ্ট দেখা যায়নি। ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, আরেকজন ৫০০ টাকার নোট দিচ্ছেন মাসুদুলকে। ভিডিওতে থাকা দুই ঠিকাদারের পরিচয় জানা যায়নি।

সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ভিডিও প্রায় দুই থেকে তিন বছর আগের। তবে তা তাঁদের কাছে এসেছে গত রোববার।