সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে কমনওয়েলথের প্রতিনিধিদল। ঢাকা, ১৯ নভেম্বর
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে কমনওয়েলথের প্রতিনিধিদল। ঢাকা, ১৯ নভেম্বর

সংবিধান সংস্কার বিষয়ে সহযোগিতার আশ্বাস কমনওয়েলথের

সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গাব্রিয়েল ফ্রান্সেসকি। আজ মঙ্গলবার ফ্রান্সেসকির নেতৃত্বে কমনওয়েলথের একটি প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। সেখানে এই আশ্বাস দেওয়া হয়।

সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ে চলমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। এ সময় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসকি বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে কমনওয়েলথের পূর্ণ সমর্থন রয়েছে। এ ছাড়া তিনি সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ প্রতিনিধিদলকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় কমনওয়েলথের উপদেষ্টা এবং এশিয়া সুশাসন ও শান্তিবিষয়ক প্রধান দিনুশা পণ্ডিতরত্ন, উপদেষ্টা ও সুশাসনবিষয়ক প্রধান মিশেল স্কোবি, আইন উন্নয়ন বিভাগের আইন উপদেষ্টা ন্যান্সি কানাইগো, সহকারী গবেষণা কর্মকর্তা সার্থক রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (আন্তর্জাতিক সংস্থা) মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন।