ইঁদুর মারলে মানুষের উপকার হয়

ফসল রক্ষায় ১৯৮৩ সাল থেকে ইঁদুর নিধন অভিযান পরিচালনা করে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সংস্থাটির হিসাবে ২০২২ সালে প্রায় ১ কোটি ৬৫ লাখ ইঁদুর মেরে প্রায় ১ লাখ ২৩ হাজার মেট্রিক টন ফসল রক্ষা করা সম্ভব হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি টাকা। ১২ হাজার ৫৮৯টি ইঁদুর মেরে তার লেজ জমা দিয়ে ফেনী জেলায় প্রথম ও চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় হয়েছেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দশপাইয়ার মো. হোসেন আহম্মদ। ইঁদুর নিধনে এখন পর্যন্ত প্রায় অর্ধশত পুরস্কার জিতেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মো. আমজাদ হোসেন

মো. হোসেন আহম্মদ
প্রশ্ন

কেমন আছেন?

মো. হোসেন: শরীরটা ভালো নেই, গা ব্যথা।

প্রশ্ন

ইঁদুর মারতে যেতে পারছেন না নিশ্চয়ই?

মো. হোসেন: কয়েক দিন ধরে যাই না।

প্রশ্ন

কখন ইঁদুর মারেন, দিনে না রাতে?

মো. হোসেন: রাতেই বেশি।

প্রশ্ন

কী দিয়ে ইঁদুর মারেন?

মো. হোসেন: বাঁশের খাঁচার ফাঁদ তৈরি করি। ফাঁদে শুঁটকি ও আটার রুটি দিই।

প্রশ্ন

বয়স কত হলো?

মো. হোসেন: আশি ছাড়িয়েছে।

প্রশ্ন

কত বছর বয়স থেকে ইঁদুর মারেন।

মো. হোসেন: ২০ বছর হবে।

প্রশ্ন

কী মনে করে ইঁদুর মারা শুরু করেছেন?

মো. হোসেন: ইঁদুর ফসল ও কৃষকের প্রধান শত্রু। এ কারণেই ইঁদুর মারা শুরু করি।

প্রশ্ন

ফেনীর বাইরে অন্য কোথাও যান?

মো. হোসেন: না, নিজের এলাকাতেই থাকি।

প্রশ্ন

ইঁদুরের উৎপাত তো কমার কথা।

মো. হোসেন: কমেছে তো। কিন্তু ইঁদুর বাড়তে তো সময় লাগে না।

প্রশ্ন

মানুষ কী বলে?

মো. হোসেন: কেউ ভালো বলে, কেউ টিটকারি মারে। লোকে কী বলে, তা শোনার সময় নেই।

প্রশ্ন

কেউ ইঁদুরের উৎপাত বাড়লে আপনাকে ডাকে?

মো. হোসেন: ডাকে তো। আমি গিয়ে ফাঁদ পেতে ইঁদুর মেরে দিই।

প্রশ্ন

পারিশ্রমিক দেয়?

মো. হোসেন: আমি টাকা নিই না।

প্রশ্ন

ইঁদুর মেরে কী করেন?

মো. হোসেন: লেজগুলো রেখে দিই। সেগুলো জমা দিতে হয়।

প্রশ্ন

সন্তান কয়জন?

মো. হোসেন: দুই ছেলে, দুই মেয়ে। ছেলেরা বিদেশে থাকে। মেয়েরা শ্বশুরবাড়িতে।

প্রশ্ন

ছেলেমেয়েরা ইঁদুর মারা নিয়ে কী বলে? নিষেধ করে?

মো. হোসেন: না, নিষেধ করে না। ইঁদুর মারলে মানুষের উপকার হয়।

প্রশ্ন

ইঁদুর মারা অন্যদের শেখান?

মো. হোসেন: শেখাই। বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা, জেলা প্রশাসন থেকে ডাকা হয়।

প্রশ্ন

যাতায়াতের খরচ?

মো. হোসেন: প্রশাসন থেকেই দেয়।

প্রশ্ন

আর কত দিন ইঁদুর মারবেন?

মো. হোসেন: যত দিন পারি, যত দিন শরীরে কুলায়।