বাংলাদেশ সচিবালয়
বাংলাদেশ সচিবালয়

প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে ‘দুর্ব্যবহারের’ অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে বিক্ষোভ

প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে ‘দুর্ব্যবহারের’ অভিযোগে অর্থ বিভাগের এক যুগ্ম সচিবকে সচিবালয় থেকে বদলি ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ নামের একটি সংগঠন। আজ বুধবার সচিবালয় চত্বরে তারা জমায়েত হয়ে এই বিক্ষোভ করেন। তবে, ওই যুগ্ম সচিবের পক্ষ থেকে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিক্ষোভকারী সংগঠনের সভাপতি মো. বাদিউল কবীর প্রথম আলোকে বলেন, একটি কমিটির সভার কার্যবিবরণীতে সই নেওয়ার জন্য গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন প্রশাসনিক কর্মকর্তা ওই কমিটির সদস্য ওই যুগ্ম সচিবের কাছে যান। তখন অপ্রাসঙ্গিক মন্তব্য করে ওই দুজনের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই যুগ্ম সচিব। এ সময় একজন প্রশাসনিক কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সচিবালয় ক্লিনিকে নেওয়া হয়।  

ঘটনার দিনেই কর্মচারীদের একটি অংশ দলবদ্ধ হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও অতিরিক্ত সচিবের (এপিডি) দপ্তরে গিয়ে ওই যুগ্ম সচিবকে তাৎক্ষণিকভাবে বদলি করে সচিবালয় থেকে দূরবর্তী স্থানে বদলির দাবি তোলেন। বাদিউল কবীর বলেন, যেহেতু ওই যুগ্ম সচিবকে সচিবালয় থেকে বদলি করা হয়নি, তাই তাঁরা আজ সচিবালয় চত্বরে জমায়েত হন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য শান্তিপূর্ণভাবে জমায়েত শেষ করেন।

এ বিষয়ে কথা বলার জন্য ওই যুগ্ম সচিবের মুঠোফোনে কল করলে সেটি ধরেন তাঁর এক স্বজন। তিনি জানান, ওই যুগ্ম সচিব অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর পক্ষ হয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুর্ব্যবহারের’ যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। ঘটনার সময় আরও দুজন কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন, তাঁরাও বিষয়টি দেখেছেন। আর ওই কমিটিতে ওই যুগ্ম সচিব সদস্য হয়েছেন অর্থ বিভাগের প্রতিনিধি হিসেবে। তাই এখানে তাঁর মতামতটি হবে অর্থ বিভাগের মতামত। এ ছাড়া যে বিষয়টি সেটিতে আর্থিক সংশ্লেষ রয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার বিষয় আছে; কিন্তু সেই সুযোগ না দিয়ে চাপ প্রয়োগ করে সই নেওয়ার চেষ্টা করা হয়েছিল; কিন্তু তিনি নিয়ম মেনে তা করতে চেয়েছিলেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুগ্ম সচিব অসুস্থবোধ করছেন। পরে তিনি কমিটি–সংশ্লিষ্টদের মাধ্যমে নিয়মানুযায়ী সই করেছেন।