অক্টোবরের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করা না হলে নভেম্বরে সর্বাত্মক ধর্মঘটে নামার হুঁশিয়ারি দিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা বলেছেন, মালিকপক্ষ মজুরি বৃদ্ধির নামে শ্রমিকের প্রকৃত মজুরি কমিয়ে দেওয়ার চক্রান্ত করছে। সরকার বাজার পরিস্থিতি বিবেচনা করে দ্রুত মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়ার পরিবর্তে নানা টালবাহানা করে চলেছে। অক্টোবর মাসের মধ্যে মজুরি বৃদ্ধি ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করা না হলে নভেম্বরে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হবেন শ্রমিকেরা।
সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, মানুষের বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে আন্দোলন দমন করা যাবে না। খাদ্য, চিকিৎসা ও সন্তানের লেখাপড়ার অধিকারবঞ্চিত শ্রমিকেরা তাঁদের হক আদায় করতে রাজনৈতিক সংগ্রামে নেমেছেন। সরকার দাবি অনুযায়ী মজুরি বৃদ্ধিতে ব্যর্থ হলে অতীতের মতো রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায় করতে হবে।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার বলেন, যারা ফ্যাসিবাদী কায়দায় নিরন্ন মানুষের প্রতিবাদের কণ্ঠরোধ করার অপচেষ্টায় লিপ্ত, তারা স্বৈরাচারী শাসকের দোসর। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেই মানুষের ভাতের অধিকার আদায় করতে হবে। তিনি আরও বলেন, নির্ধারিত সময় ৮ অক্টোবরের মধ্যে সরকারের দিক থেকে নতুন মজুরিকাঠামো ঘোষণার কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহান ও দপ্তর সম্পাদক আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী (রতন), সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সহসভাপতি জিয়াউল কবির, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, আকলিমা আক্তার, আবদুস সালাম, শাহীন আলম, ময়না আক্তার প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর কদমফুল ফোয়ারা, তোপখানা রোড ও পল্টন মোড় হয়ে পল্টনের মুক্তিভবনে এসে শেষ হয়।