সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শুরু হবে আজ শনিবার দুপুরে। বেলা একটা থেকে দুইটার মধ্যে গণনা শুরু হতে পারে। সমিতির নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।
নির্বাচনে ভোট গ্রহণ গত বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে ওই দিন রাতে ভোট গণনা নিয়ে গতকাল শুক্রবার ভোরে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভোট গণনা আর হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে বলে গতকাল জানিয়েছেন নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক।
এই নির্বাচনে গত বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতেই ভোট গণনা করা হবে কি না—এ নিয়ে গতকাল শুক্রবার ভোরে আইনজীবী সমিতি মিলনায়তনে কয়েকজন প্রার্থীর মধ্যে বাদানুবাদ, হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। এতে সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফসহ কয়েকজন আইনজীবী আহত হন।
এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টা মামলায় গতকাল শুক্রবার রাতেই ওসমান চৌধুরী নামের একজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এস আর সিদ্দিকীকে হত্যাচেষ্টা মামলায় চারজনকে গুলশান থেকে আটক করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সাব–কমিটির আহ্বায়ক আইনজীবী আবুল খায়ের বলেছেন, সম্পাদক পদে নির্বাচনের ফলাফল নিয়ে কিছু গণমাধ্যমে তাঁর নামে প্রচারিত ঘোষণাটি ভিত্তিহীন। ভোট গণনা করেই ফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।