পাচারসহ অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে তথ্যভান্ডার নেই: সিআইডিপ্রধান

সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া
ছবি: সংগৃহীত

দেশে পাচারসহ অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট তথ্যভান্ডার নেই বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ আলী মিয়া।

রোববার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে ‘সাবমিশন অব রিসার্চ রিপোর্ট অন চ্যালেঞ্জ অব কন্ট্রোলিং ইলিগ্যাল মানি ট্রান্সফার থ্রু মোবাইল অ্যাপস: আ স্টাডি অন অনলাইন গ্যাম্বলিং’ শীর্ষক অনুষ্ঠানে এ কথাগুলো বলেন সিআইডিপ্রধান।

মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মানি লন্ডারিংয়ের তথ্যভান্ডার আছে। দেশে একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার জরুরি। বিশেষ করে ফিন্যান্সিয়াল (অর্থনৈতিক) খাতের জন্য, যেখানে সিআইডির প্রবেশাধিকার থাকবে।’  

সিআইডিপ্রধান বলেন, নিয়মিত যেসব মুঠোফোন আর্থিক সেবাদানকারী (এমএফএস) ব্যবস্থায় লেনদেন হচ্ছে, সেখানে নজরদারি দরকার। বিশেষ করে সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে। এই ব্যবস্থায় সিআইডির প্রবেশ জরুরি। বাংলাদেশে এমএফএস অপারেটরগুলোকে আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি।