শেখ হাসিনা
শেখ হাসিনা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চারটিই হত্যা মামলা। অপরটি হত্যাচেষ্টা মামলা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও রাজধানীর কয়েকটি থানায় এসব মামলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর থেকে এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে সারা দেশে ১৩৫টি মামলার তথ্য পাওয়া গেল। এর মধ্যে ১২৩টিই হত্যা মামলা।

১৪ তলায় গুলিতে নিহত লিজা

লিজা আক্তার (১৯) নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ১৭৪ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মামলা হয়েছে। লিজা আক্তারের বাবা জয়নাল শিকদার বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় জয়নাল শিকদার উল্লেখ করেন, গত ১৮ জুলাই বিকেলে লিজা সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোডের একটি ফ্ল্যাটের ১৪ তলায় অবস্থান করছিলেন। সেদিন ওই এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র, শত শত সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও গুলি ছোড়া হয়। এতে তাঁর মেয়ে গুলিবিদ্ধ হন। পরে ২২ জুলাই তাঁর মেয়ে মারা যান। মামলায় শেখ হাসিনা, আনিসুল হক, শ ম রেজাউল করিম, শেখ ফজলুল করিমকে আসামি করা হয়েছে।

মাসুদকে গুলি করে হত্যা

কদমতলীর মেরাজনগর এলাকায় মো. মাসুদ (৪০) নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে গতকাল বুধবার হত্যা মামলা হয়েছে। মাসুদের স্ত্রী হেনা বেগম বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় এ হত্যা মামলা করেন। মামলার এজাহারের তথ্য বলছে, শেখ হাসিনার নির্দেশে কদমতলী এলাকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা–কর্মীসহ সন্ত্রাসীরা গত ১৯ জুলাই মাসুদকে গুলি করে হত্যা করে।

মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, সালমান এফ রহমান, শাজাহান খান, সৈয়দ আবু হোসেন বাবলা, আওলাদ হোসেন ও সানজীদা খানমকে আসামি করা হয়েছে।

গুলিতে ঘটনাস্থলেই নিহত জসীম

উত্তরায় জসীম উদ্দিন সরকারের হত্যায় শেখ হাসিনাসহ ৪০৬ জনের বিরুদ্ধে আজ বুধবার ঢাকার আদালতে মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, গত ৫ আগস্ট বিকেলে জসীম উদ্দিন কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। পরে পুলিশ আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জসীম উদ্দিন।

যাত্রাবাড়ীতে জাহাঙ্গীর হত্যা মামলা

যাত্রাবাড়ীতে জাহাঙ্গীর আলম নামের আরেক ব্যক্তিকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। গত সোমবার যাত্রাবাড়ী থানায় এ মামলা হয়। মামলার তথ্যানুযায়ী, গত ১৮ জুলাই মারা যান জাহাঙ্গীর।

রিকশাচালককে হত্যাচেষ্টা মামলা

মো. সোহাগ (১৯) নামের এক রিকশাচালককে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকার সিএমএম আদালতে এ মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকেও আসামি করা হয়েছে।