কনফেডারেশন অব এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টসের (সিএপিএ) বার্ষিক সাধারণ সভায় (অ্যাসেম্বলি অব ডেলিগেটস) এই পর্ষদের পরিচালক নিযুক্ত হয়েছেন মো. শাহাদাৎ হোসেন। সম্প্রতি শ্রীলঙ্কায় এ সভা অনুষ্ঠিত হয়। শাহাদাৎ হোসেন সিএপিএ পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে জানানো হয়, ১২ জন সদস্য নিয়ে ওই পর্ষদ গঠিত হয়। প্রত্যেকেই ভিন্ন দেশ থেকে নির্বাচিত হয়েছেন। তাঁরা ২০২৪-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
শাহাদাৎ হোসেন ২০০৭ সাল থেকে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কাউন্সিল সদস্য এবং ২০২২ সালে আইসিএবির সভাপতি ছিলেন।
উল্লেখ্য, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও উত্তর আমেরিকা অঞ্চলের ২৪টি দেশের ৩৩টি অ্যাকাউন্ট্যান্সি সংস্থা নিয়ে সিএপিএ গঠিত।