‘ইয়াসমিন শাকুর এমবিই স্মৃতি পুরস্কার’ পেয়েছেন দিলরুবা কবির। তিনি মনোয়ারা ইসলাম-তাজুল ইসলাম (এমআইটিআই) কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন।
শৈলান প্রবীণ নিবাস ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য দিলরুবা কবিরকে এই পুরস্কার দেয় নলেজিস্ট উইদাউট বর্ডারস।
দ্বিতীয়বারের মতো এই পুরস্কার প্রদানে সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মাহফুজুল হক। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কানাডার লরেন্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক সাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে সনদ ও সম্মাননার চেক গ্রহণ করেন শৈলান প্রবীণ নিবাসের ব্যবস্থাপক সায়েদুজ্জামান সোহেল। সনদ-চেক তুলে দেন নলেজ উইদাউট বর্ডারসের চেয়ারম্যান অধ্যাপক তাসলীম শাকুর।
অনুষ্ঠানে দিলরুবা কবির শৈলান প্রবীণ নিবাস প্রতিষ্ঠাসহ বৃদ্ধাশ্রমটি নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন।
দিলরুবা কবির তাঁর সম্মাননার এক লাখ টাকা শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের কল্যাণে ব্যয়ের জন্য দিয়েছেন।