পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়

ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সম্পর্কে কোনো সমস্যা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো বৈপরীত্য দেখা দেবে না বলে মনে করছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।

রফিকুল আলম আজ সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আগের ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদীর্ঘ ও বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। এ ছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। দীর্ঘ ৫ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সরকারের সঙ্গে কাজ করেছে।

মুখপাত্র বলেন, ‘আমাদের ৫ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই বোঝা যায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে।’