ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ সাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চমেক প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে চমেকের বিভিন্ন বর্ষের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। এ সময় অন্য কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রশাসনিক ভবনের ফটক আটকে দিয়ে তাঁরা অবস্থান নেন। আন্দোলনের কারণে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বায়োমেট্রিক হাজিরা দিতে পারেননি শিক্ষক ও কর্মকর্তারা।
সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। বিক্ষোভ চলাকালে অধ্যক্ষের বিরুদ্ধে তাঁরা স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সাহেনা আক্তার কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়েছেন।
দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। আগামীকাল বুধবারও তাঁরা একই কর্মসূচি পালন করবেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।
এ ব্যাপারে বক্তব্য জানতে অধ্যক্ষকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, ২০২১ সালের ২৩ জানুয়ারি সাহেনা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি আবার কলেজটির প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।