আজ ছুটির দিনে যা যা পড়তে পারেন, আপনার জন্য ১০টি প্রতিবেদন ও লেখা

প্রিয় পাঠক, অনলাইনে ক্ষণে ক্ষণে সংবাদ পাল্টায়। সকালে যেটা শীর্ষ সংবাদ থাকে, দুপুরে সেটা পেছনে পড়ে যায়। আসে নতুন খবর। শত শত প্রতিবেদন ও লেখার ভিড়ে হারিয়ে যায় গুরুত্বপূর্ণ, আনন্দদায়ক ও তথ্যবহুল প্রাঞ্জল আধেয় বা কনটেন্ট। হয়তো কোনো প্রতিবেদন বা লেখা আপনার চোখে পড়েছে, কিন্তু পড়ার সময় পাননি। হয়তো কোনো প্রতিবেদন বা লেখা আপনি পড়তেন, কিন্তু চোখে পড়েনি। হয়তো কোনো লেখা বড়, আপনি পুরোটা পড়তে পারেননি।

এমন যদি হয়, আজ বৃহস্পতিবার ছুটির দিনে আপনার জন্য বাছাই করে দেওয়া হলো ১০টি প্রতিবেদন ও লেখা, যা আপনি সময় নিয়ে পড়তে পারেন। জেনে রাখুন, এসব প্রতিবেদন বা লেখা গত দুই সপ্তাহে প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।

আপনার জন্য একসঙ্গে করে দেওয়া এই জন্য যে আপনি আবার চোখ বুলিয়ে নিতে পারেন। কোনোটি যদি না পড়ে থাকেন, ছুটির অবসরে পড়তে পারেন।

নরসিংদীর চরাঞ্চল: টেঁটাযুদ্ধের শুরু আছে, শেষ নেই

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে টেঁটাযুদ্ধ অনেকটা সাধারণ ঘটনা

এক নম্বরে রাখছি নরসিংদীর টেঁটাযুদ্ধ নিয়ে প্রথম আলোর দীর্ঘ একটি প্রতিবেদন, যেখানে উঠে এসেছে টেঁটাযুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক দিক। নরসিংদীতে টেঁটাযুদ্ধ হয়, সেই খবর প্রায়ই আপনি সংবাদমাধ্যমে দেখেন। কিন্তু কেন মানুষ টেঁটাযুদ্ধে অংশ নিতে বাধ্য হয়, যুগ যুগ ধরে কেন এই টেঁটাযুদ্ধ টিকিয়ে রাখা হয়েছে এবং টেঁটাযুদ্ধ, চিকিৎসার খরচ ও মামলার ব্যয় কীভাবে জোগানো হয়, তা পড়তে পারেন এই প্রতিবেদনে।
ক্লিক করুন এখানে

বাংলাদেশের পররাষ্ট্রনীতি চার দেশের প্রতিযোগিতার মুখে

মাইকেল কুগেলম্যান

মার্কিন ভিসা নীতি, ইউরোপের নির্বাচন পর্যবেক্ষক দল না পাঠানো ইত্যাদি ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের আগ্রহ এখন ভূরাজনীতিতে। ওয়াশিংটনভিত্তিক নীতি গবেষণাপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অঞ্চলের ভূরাজনীতি ব্যাখ্যা করেছেন। সেখান থেকে দুটি লাইন আপনার জন্য তুলে দিচ্ছি, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জোটসঙ্গী নয়। তাই খোলামেলাভাবেই বলতে চাই, বাংলাদেশের সরকারকে বিচ্ছিন্ন করার মতো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে।’
সাক্ষাৎকারের পুরোটা পড়তে ক্লিক করুন এখানে

এই শোক তাঁরা কীভাবে কাটিয়ে উঠবেন

ডেঙ্গুতে মারা যাওয়া শিশুদের কয়েকজন

‘ক্রিকেট ব্যাট, আঁকা ছবি, ইস্তিরি করা স্কুলের পোশাক, পুতুল—সবই তো আছে। শুধু এক মশার কামড়ে চোখের সামনে থেকে সন্তানেরা হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে।’ ডেঙ্গুতে সন্তান হারানো বাবা-মায়েদের নিয়ে এই প্রতিবেদন। শুধু শোক নয়, সন্তান হারানো পরিবারগুলো নানা সংকটেও পড়েছে।
বিস্তারিত পড়ুন এখানে ক্লিক করে

কারও ৪৫০, কারও ৩০০, বিএনপি নেতাদের কার বিরুদ্ধে কত মামলা

রাজনীতি নিয়ে আপনার আগ্রহ থাকলে পড়তে পারেন বিএনপি নেতাদের মামলা নিয়ে করা প্রতিবেদন, ‘ঘুম থেকে উঠেই আদালতে বিএনপি নেতারা’। এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন বিএনপির কোন নেতার বিরুদ্ধে ৪০০ মামলা, কার বিরুদ্ধে ৩০০। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়টি মামলা মাথায় নিয়ে রাজনীতি করছেন।
পড়ুন এখানে ক্লিক করে

কারাগারে যেমন কাটছে আয়শা সিদ্দিকাসহ ৭৬ নারী ফাঁসির আসামির

আয়েশা সিদ্দিকা মিন্নি

বাংলাদেশের কারাগারে আছেন ৭৬ জন নারী ফাঁসির আসামি। কেমন আছেন আয়শা সিদ্দিকা মিন্নিসহ নারী ফাঁসির আসামিরা।
পড়ুন এখানে ক্লিক করে

বেগমপাড়া যখন বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তিদের ‘অবৈধ স্বর্গ’

অর্থনীতি নিয়ে যদি আপনার আগ্রহ থাকে, তাহলে পড়তে পারেন অর্থনীতিবিদ মইনুল ইসলামের লেখা ‘বেগমপাড়া যখন বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তিদের “অবৈধ স্বর্গ”’। এ লেখায় মইনুল ইসলাম তাঁর চোখে জাতির এক নম্বর সমস্যা কী, কারা জাতির এক নম্বর দুশমন, তা উল্লেখ করেছেন।
পুরোটা এখানে ক্লিক করলে পাবেন

খালিস্তানি আন্দোলন ঘিরে কোন পথে ভারত-কানাডা সম্পর্ক?

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি–২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ সেপ্টেম্বর

বৈশ্বিক ঘটনাবলিতে অনেকেই চোখ রাখেন, আগ্রহ থাকে বিশ্বরাজনীতি নিয়ে। গত সপ্তাহে বিশ্বরাজনীতিতে বড় ঘটনা ছিল ভারত ও কানাডার মধ্যে দ্বন্দ্ব। কানাডা, পাঞ্জাব ও খালিস্তানি পটভূমিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক ব্যাখ্যা করেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়।
পড়তে ক্লিক করুন এখানে

সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলে সর্বোচ্চ সুদ, বেসরকারির ওপর কর

কর

ছুটির দিনে একটু কর আরোপের ইতিহাস জেনে নেওয়া যায়। মানুষের মূত্র কেনাবেচার ওপর কর বসিয়েছিলেন রোমান সম্রাট নিরো, রাশিয়ার পিটার বসিয়েছিলেন দাড়ির ওপর কর, ইংল্যান্ডে যত বেশি জানালা, তত বেশি কর দিতে হতো। ভারতের ত্রিভাঙ্কুরে (এখনকার কেরালা) নিম্নবর্গের নারীদের স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো। এসব বিচিত্র কর সম্পর্কে জানার পর জেনে নিন বাংলাদেশে একটি বৈষম্যমূলক করের কথা, যেটা শুধু বেসরকারি চাকরিজীবীদের ওপর আরোপ করা হয়েছে, সরকারিদের ছাড় দিয়ে।
বিস্তারিত পড়ুন এখানে ক্লিক করে

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’—ফুটবলে তিফো সংস্কৃতির প্রভাব যেমন

লেগিয়া ওয়ারশর এই তিফো নিয়ে চলছে বেশ আলোচনা

ফুটবলে তিফো সংস্কৃতি কী, আপনি জানেন? না জানলে পড়ুন এই লেখাটি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’—ফুটবলে তিফো সংস্কৃতির প্রভাব যেমন’।

বিস্তারিত এখানে ক্লিক করে পড়ুন

অনুপ্রবেশের দায়ে ভারতে জেল খেটেছেন, গানই জেলমুক্ত করেছিল তাঁকে

হামিদা বানু

শেষ করুন মন ভালো করে দেওয়া একটি খবর পড়ে। জীবিকার তাগিদে আড়াই মাসের সন্তানকে বুকে নিয়ে দিল্লির পথ ধরেছিলেন বাংলাদেশি এক নারী। তবে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে বছর চারেক জেল খাটতে হয় তাঁকে। জেলজীবনেও সংগীতচর্চা করেছেন। সেই গান তাঁকে জেল থেকে মুক্ত করেছিল।
বিস্তারিত এখানে ক্লিক করে পড়ুন