বাংলাদেশে বাল্যবিবাহ কমাতে এবং প্রান্তিক নারী ও মেয়েদের উন্নয়নে ১৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি অর্থসহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস। এ লক্ষ্যে গত রোববার ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাস ও ইউএনএফপিএর মধ্যে এ–সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) পরিচালিত ‘সম্ভাবনা’ কর্মসূচির অংশ হিসেবে নেদারল্যান্ডস এই অর্থসহায়তা দিচ্ছে।
আজ মঙ্গলবার ইউএনএফপিএ এক বিবৃতিতে এ তথ্য জানায়। ইউএনএফপিএর এ কর্মসূচির মাধ্যমে নারী, পুরুষ, ছেলে, মেয়েসহ এক লাখের বেশি মানুষ এবং কয়েকটি জেলার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান সুবিধা পাবে।
এই অর্থসহায়তার মাধ্যমে প্রান্তিক কিশোরীদের ক্ষমতায়িত করা, তাদের আরও উন্নত, নিরাপদ ও সুস্থ জীবন গড়ে তোলা, শিক্ষা, জীবনযাপন, সম্পর্ক ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে কাজ করা হবে। নেদারল্যান্ডসের অর্থসহায়তা থেকে জামালপুর ও গাইবান্ধায় কার্যক্রম বাড়ানো হবে। এ দুটি জেলায় বাল্যবিবাহের পরিস্থিতি উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জন্য বাল্যবিবাহ এখনো অনেক বড় চ্যালেঞ্জ। ৫০ শতাংশ নারীর ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। ২০০৬ সালে এ হার ৬৪ শতাংশ এবং এরপর তা কমলেও ২০১২ সালে ৫২ শতাংশের বেশি ছিল। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিভাবাসন এবং আইন ও নীতি বাস্তবায়নের ঘাটতির কারণে বাল্যবিবাহ খুব ধীরগতিতে কমছে।