স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে জ্যোতির্বিজ্ঞান–বিষয়ক প্রতিযোগিতা ‘বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’–এর ১৮তম আসর বসছে ১৬ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটি এ ঘোষণা দিয়েছে।
২০০৫-২০০৯ সালের মধ্যে জন্ম নেওয়া (১৪-১৮ বছর বয়সী) স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার জন্য কোনো নিবন্ধন ফি প্রয়োজন হবে না।
সংবাদ সম্মেলনে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির পরিচালক মাসুদুল হাসান জানান, অনলাইনে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। ১৬ সেপ্টেম্বর শুরু হবে অনলাইনে প্রাথমিক বাছাই। এর মাধ্যমে নির্বাচিত ৪০ জন প্রতিযোগীকে নিয়ে ২৩ সেপ্টেম্বর ঢাকায় হবে চূড়ান্ত বাছাই।
চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে ‘সিনিয়র’ দলের ৫ জন ও ‘জুনিয়র’ দলের ৫ জনকে নিয়ে তিন দিনের আবাসিক ক্যাম্প ও চূড়ান্ত বাছাই কার্যক্রম চলবে। এর মাধ্যমে নির্বাচিত পাঁচ প্রতিযোগীর বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে।
এবারের অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, এবার অ্যাস্ট্রো–অলিম্পিয়াডে সহযোগিতা করছে রাশিয়ান হাউস ইন ঢাকা (সাংস্কৃতিক বিভাগ, ঢাকায় রুশ দূতাবাস) এবং প্রথম আলো। মিডিয়া পার্টনার একাত্তর টেলিভিশন।
মাসুদুল হাসান ছাড়াও সংবাদ সম্মেলনে ছিলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, জ্যোতির্বিজ্ঞানী জিকরুল আহসান, ফরিদা ইয়াসমিন, জালাল আহমেদ ও আশরাফুল ইসলাম।
এই ওয়েব ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।