‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’ সৈয়দা জোবায়দা শিরিন
‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’ সৈয়দা জোবায়দা শিরিন

সাক্ষাৎকার

প্রথম ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’ হওয়ার অনুভূতি অসাধারণ: জোবায়দা

কদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল পন্ডস্ স্কিনফ্লুয়েন্সারের গ্র্যান্ড ফিনালে। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বাংলাদেশের প্রথম ‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’ হয়েছেন সৈয়দা জোবায়দা শিরিন। তাঁর সাক্ষাৎকার।

প্রশ্ন: হ্যালো জোবায়দা! কেমন আছেন? দেশের প্রথম ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’ অ্যান্ড ‘ফেস অব পন্ডস্’ হয়ে কেমন লাগছে?

জোবায়দা: অনেক ভালো আছি। দেশের প্রথম পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার হওয়ার অনুভূতিটি অবশ্যই অসাধারণ। আমি বয়সে অনেক ছোট। কিন্তু সব সময়ই আমার মধ্যে একটা জেদ কাজ করত ভালো কিছু করার, লাইফে সামনে এগিয়ে যাওয়ার। আর আমি মনে করি, এই স্পিরিটই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে আজ এ পর্যায়ে আসার জন্য।

প্রশ্ন: অবসর সময়ে পড়াশোনার পাশাপাশি আর কী করা হয়?

জোবায়দা: আমি আইইউবিএটিতে ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়ছি। শিগগিরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে আমি ঘুরতে বেশি পছন্দ করি। আমার বড় বোনের হাত ধরেই ঘুরে বেড়িয়েছি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

প্রশ্ন: আপনি তো আগে থেকেই টিকটকে কনটেন্ট বানাতেন, বেশ ফলোয়ারও ছিল। পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার প্রতিযোগিতায় কেন রেজিস্ট্রেশন করলেন?

জোবায়দা: কনটেন্ট মেকিংয়ের প্রতি আমার বরাবরই ভালো লাগা ছিল। আমি জানতাম, টিকটক থেকে যতটুকু অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, তার চেয়ে কয়েক গুণ বেশি পেতে পারি ‘পন্ডস্‌’-এর এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আর বিশ্বাসও ছিল যে আমি একজন যোগ্য প্রতিযোগী। সেখান থেকেই নতুন একটা স্বপ্ন দেখার শুরু।

বাংলাদেশের প্রথম ‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’ সৈয়দা জোবায়দা শিরিন

প্রশ্ন: ১৪ হাজারের বেশি রেজিস্ট্রেশনকারীর ভেতর থেকে আপনি দেশের প্রথম স্কিনফ্লুয়েন্সার হয়েছেন। এই জার্নিটা কেমন ছিল?

জোবায়দা: এতজনের মধ্যে প্রথম হওয়ার অনুভূতিটা কিন্তু স্বপ্নের চেয়ে কোনো অংশে কম নয়। স্কিনফ্লুয়েন্সার হওয়ার জার্নিটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি পদে প্রমাণ করতে হয়েছে নিজেকে। কিন্তু কখনো বিশ্বাস হারাইনি।

প্রশ্ন: পুরো জার্নিতে সবচেয়ে চ্যালেঞ্জিং মোমেন্ট কোনটা ছিল? যখন মনে হয়েছে, আর পারব না হয়তো…।

জোবায়দা: যখন দেশের নাম্বার ওয়ান কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে নিজের আইডিয়া দিয়ে ভিডিও বানাতে বলেছিল, তখন সেরাদের মাঝে নিজেকে বেস্ট প্রমাণ করাটা বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। কিন্তু সব ভয় ও সংশয় কাটিয়ে একটি অসাধারণ কনটেন্ট বানিয়েছিলাম আমার প্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোট ভাই’য়ের সঙ্গে। পরবর্তীকালে হাউজলিডদের থেকেও প্রশংসিত হয়েছি সে জন্য।

প্রশ্ন: পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সারের জার্নিতে আপনার সবচেয়ে মেমোরেবল ঘটনা কোনটি?

জোবায়দা: যেদিন ক্যাম্পে আমাদের ফ্যামিলি মেম্বাররা এসেছিল। আমি একদমই রেডি ছিলাম না সেই সারপ্রাইজের জন্য। প্রায় ১০ দিন পর আমার পরিবারের সঙ্গে দেখা করার চান্স পেয়েছিলাম। খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম সেদিন।

সৈয়দা জোবায়দা শিরিন

প্রশ্ন: স্কিনকেয়ার নিয়ে প্যাশনেট হলেন কীভাবে?

জোবায়দা: আমি যেহেতু অনেক ট্র্যাভেল করি, আর সেটা নিয়ে কনটেন্টও বানাই, তাই সেখান থেকেই নিজের ত্বকের প্রতি না চাইলেও একটা যত্ন নেওয়ার প্রয়োজন থেকেই যায়। ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গে নিজের চেহারা ও ত্বকের পরিচর্যায় বেখেয়াল হইনি। এভাবেই আসলে স্কিনকেয়ার নিয়ে আমি প্যাশনেট হয়ে উঠেছি। এই প্যাশন থেকেই অডিয়েন্সের জন্য স্কিনকেয়ার রিলেটেড কনটেন্ট বানিয়ে আমি স্কিনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।

প্রশ্ন: বিজয়ী হিসেবে আপনি তো সাংহাই যাচ্ছেন পন্ডস্‌ স্কিন ইনস্টিটিউটে। কেমন এক্সাইটমেন্ট কাজ করছে?

জোবায়দা: আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ, প্রথমবারের মতো দেশের বাইরে যাব, তা–ও আবার ‘পন্ডস্’-এর সঙ্গে। ছোট থেকে ‘পন্ডস্’-এর বিজ্ঞাপনে সব সময় তাদের স্কিন এক্সপার্টদের কথা শুনেছি ও দেখেছি। কিছুদিন পর আমি তাদের কাছ থেকে স্কিনকেয়ার নিয়ে বিশেষ ট্রেনিং নেওয়ার সুযোগ পাব। স্কিনকেয়ার রিলেটেড ইনগ্রিডিয়েন্ট নিয়ে অনেক কিছু জানতে পারব। তাই পন্ডস্‌ স্কিন ইনস্টিটিউট ভিজিট করতে পারা আমার জন্য আসলে লাইফটাইম একটা এক্সপেরিয়েন্স হয়ে থাকবে। আর আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতার মাধ্যমে নিজেকেও স্কিন এক্সপার্ট হিসেবে দক্ষ করে তুলতে পারব।

প্রশ্ন: আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগল। আগামীর পথচলার জন্য শুভকামনা।

জোবায়দা: আমারও খুব ভালো লাগল। আমি আবারও ‘পন্ডস্‌ বাংলাদেশ’কে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। সবাই দোয়া করবেন।