অবরোধ

চলন্ত বাসে আগুন, পুড়ল পাটবোঝাই ট্রাকও

বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধ চলছে ঢিলেঢালাভাবে। রাস্তায় যানবাহন চলাচল বেড়েছে। সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় মঙ্গলবার রাতে পাটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল বুধবার ঢাকা ও আশপাশ জেলাগুলোর মধ্যে বাস চলাচল বেড়েছে। আগের অবরোধ কর্মসূচির তুলনায় রাজধানীতে যান চলাচল বেশি দেখা গেছে। ঢাকা থেকে দূরপাল্লার বাসও সীমিত পরিসরে চলাচল করেছে।

তবে অবরোধ শুরুর আগে গত মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ীতে পাটবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে রাজধানীর অদূরে আশুলিয়ায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১৫৬টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

অবরোধের সমর্থনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও মানিকগঞ্জে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এর মধ্যে অবরোধের সমর্থনে মানিকগঞ্জে মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। নেত্রকোনায় বিএনপির মিছিল হামলা হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

ঢিলেঢালা এই অবরোধ কর্মসূচিতে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছাড়াও ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ বিজিবি মোতায়েন ছিল। সারা দেশে মোট মোতায়েন ছিল ২৩২ প্লাটুন (এক প্লাটুনে ৩০ জন) বিজিবি। র‍্যাবের ছিল সারা দেশে ৪৩২টি টহল দল। এর মধ্যে ঢাকায় ছিল ১৪৮টি টহল দল।

পাটবোঝাই ট্রাকে আগুন

প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি জানান, গত মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকের চালক জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাতে নাটোর থেকে পাটবোঝাই দুটি ট্রাক ফরিদপুরের মধুখালী উপজেলার উদ্দেশে আসছিল। রাজবাড়ীর বালিয়াকান্দি-সোনাপুর সড়কে ঘোড়ামারা সেতু এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা একটি ট্রলি পার হতে গেলে ট্রাকের গতি কমান তিনি। এ সময় ওই ট্রলির পাশে কয়েকজন লোক ছিলেন। ট্রলি পেরিয়ে কিছু দূর যাওয়ার পর চালক আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। জাহাঙ্গীর আলম বলেন, আগুন লাগার পর কয়েক কিলোমিটার ট্রাক চালিয়ে একটি খাদে পানিতে নামিয়ে দেন তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঝটিকা মিছিল, হামলা, বাধা

অবরোধের সমর্থনে গতকাল রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে, শাহজাহানপুর, হাজারীবাগ ও রামপুরা–খিলগাঁও লিংক রোডে ঝটিকা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। যুবদল ঝটিকা মিছিল করেছে বনানী, যাত্রাবাড়ী, উত্তরার দক্ষিণ খান ও পুরান ঢাকার নবাবপুর রোডে। আর ছাত্রদলের নেতা–কর্মীরা মিছিল করেছেন পরীবাগ ও গুলশান এলাকায়। স্বল্প সময়ের এসব ঝটিকা মিছিলে তাঁরা অবরোধের পক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি তফসিল বাতিলেরও দাবি জানান।

অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা সদর উপজেলার রৌহা এলাকায় নেত্রকোনা-পূর্বধলা সড়কের গতকাল বিএনপির মিছিলে হামলা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হকসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে আওয়ামী লীগ অস্বীকার করেছে।

সিলেট প্রতিনিধি জানান, অবরোধের সমর্থনে সিলেটের জকিগঞ্জ ও কালীগঞ্জ বাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা গতকাল সকাল সাতটার দিকে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল আটটার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস রোডে বিক্ষোভ মিছিল করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। সকাল ৯টার দিকে শহরের মীরাবাজার এলাকায় বিক্ষোভ ও পিকেটিং করে জেলা ছাত্রদল।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল বের করেন জেলা মহিলা দলের নেতা-কর্মীরা। মিছিলটি জেলা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের পাশে শহীদ সরণি হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মিছিলটি পণ্ড হয়ে যায়।

এদিকে গতকাল বিকেলে এক ভার্চু৵য়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার পুলিশ-র‌্যাবের পাশাপাশি হেলমেট বাহিনী নামিয়েছে। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় নেতা-কর্মীদের বাড়িতে হেলমেট বাহিনী হামলা, ভাঙচুর করছে। গুপ্ত হামলা, বোমা হামলা চালাচ্ছে। নির্যাতন করে পুলিশে দিচ্ছে। আবার আটক বাণিজ্য করছে।