সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নিম্নচাপটি হতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’

নিম্নচাপ
প্রতীকী ছবি

সাগরের পশ্চিম-মধ্য এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদেরা আশঙ্কা করছেন, এটি আজ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘হামুন’। বিস্তারিত পড়ুন...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকে ২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় মার্কিন দূতাবাস এ কথা জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

দিনের বেলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৪৮ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৭

উদ্ধার হওয়া টাকাসহ অন্যান্য সরঞ্জাম

ঢাকায় দ্রুতগতির উড়ালসড়কে (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার ঢাকা ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে ‘থাড’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থাড আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে আরও সমরাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার এ অঞ্চলে ‘টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ ছাড়া সেখানে অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করা হবে।বিস্তারিত পড়ুন...

শামি-কোহলিতে পাঁচে পাঁচ, নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে ভারত

নিউজিল্যান্ডকে হারানোর পেছনে মূল অবদান শামি ও কোহলির

দুই দলই ম্যাচটা খেলতে নেমেছিল অপরাজিত থেকে। তবে ধর্মশালায় পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইটা খুব যে হাড্ডাহাড্ডি হলো, তা বলা যাবে না। ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক জয়ই পেয়েছে স্বাগতিক ভারত, দুই ওভার বাকি থাকতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে টানা পঞ্চম জয় পাওয়া স্বাগতিক দল। বিস্তারিত পড়ুন...