নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চার দিনের ব্যবধানে রাসেলস ভাইপার সন্দেহে দুটি সাপ পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজীর বাজার এলাকায় একটি সাপ পিটিয়ে হত্যা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাম কানু দাশের বাড়িতে একটি সাপ পিটিয়ে হত্যা করা হয়েছে।
হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল করিম ও চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র দাশ দুটি সাপ পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, রাসেলস ভাইপার সন্দেহে আতঙ্কগ্রস্ত হয়ে দুটি সাপকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করেন। এরপর সাপ দুটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, হাতিয়া নদীবেষ্টিত এলাকা, তাই মানুষের মধ্যে সাপের আতঙ্ক রয়েছে। রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাতিয়ায় সাপে কাটা পাঁচজন রোগীর চিকিৎসার জন্য ওষুধ (অ্যান্টিভেনম) মজুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীদেরও রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।