জিকরুল কবীর
জিকরুল কবীর

সাহায্যের আবেদন

কিডনি প্রতিস্থাপনে পাশে দাঁড়াতে জিকরুলের পরিবারের আবেদন

একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ জিকরুল কবীর সুসানের (৪৯) দিন ভালোই কাটছিল। কিন্তু তিনি কিডনিসহ নানা রোগে আক্রান্ত হলে সবকিছু ওলট–পালট হয়ে হয়ে যায়। চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। মাথা গোঁজার ঠাঁইটুকু ছাড়া আর কিছু নেই।

কিডনি ডায়ালাইসিসসহ চিকিৎসার পেছনে জিকরুল কবীরকে প্রতি মাসে ৮০-৯০ হাজার টাকা খরচ করতে হচ্ছে। দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু এর ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই জিকরুল কবীরের চিকিৎসায় বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে তাঁর পরিবার।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ জিকরুল কবীর সুসান, হিসাব নম্বর: ১৮০৩২০১০০০০১৭৩৮৫, ইউসিবি পিএলসি, শ্যামলী রিং রোড শাখা, ঢাকা। এ ছাড়া বিকাশ ও নগদ (০১৭১১-১০৩১৪৫) এবং রকেট (০১৭১১-১০৩১৪৫৬) সাহায্য পাঠানো যাবে। বিজ্ঞপ্তি