কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগে আট তরুণকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ সোমবার ভোররাতে সমুদ্রসৈকতের একাধিক পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণেরা হলেন শহরের বার্মিজ মার্কেট এলাকার নূর মোহাম্মদ তাসলিম হোসাইন (২৪), সমিতির পাড়ার মো. সোহেল (২০), মো. শরীফ (২০), মো. রাসেল (৩০), উত্তর নুনিয়াছটার মো. রুবেল (২২), মো. এনায়েত (২২), মো. মেহেদী হাসান (২২) ও আলীর জাহাল এলাকার রিফাত হোসেন (২২)।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আট তরুণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজারে সাগরে নামা পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত সি সেফ লাইফ গার্ড সূত্রে জানা গেছে, তাপপ্রবাহের প্রভাবে সপ্তাহখানেক ধরে বিকেল পাঁচটা থেকে গভীর রাত পর্যন্ত পর্যটক সমাগম বেশি। রাতের আঁধারে পর্যটকদের কিছু বখাটে হয়রানি করে আসছেন।