সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ জানুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’, সাইনবোর্ডে লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা ও ভাঙচুর

নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপ ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায়
প্রথম আলো

‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—এমন লেখা নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠার জেরে ওই হাসপাতালটিতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল সড়কের ‘সিটি হসপিটাল’-এ ওই হামলা হয়।
বিস্তারিত পড়ুন...

নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান

নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকালে

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশে যাত্রা করেন।
বিস্তারিত পড়ুন...

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাঁকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তাঁর ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল।
বিস্তারিত পড়ুন...

বিসিবিকে অপেক্ষায় রাখলেন তামিম

তামিম ইকবাল

বিসিবিকে আরেকটু অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। বুধবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। সে জন্য দু-একদিন সময় চেয়ে নিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

ট্রেন্ডিংয়ের শীর্ষ ৫ গানে কী আছে, কী নেই

‘তুমি যাবে পরের বাড়ি’ গানের দৃশ্য। ভিডিও থেকে

গত বছর অনেক দিন ইউটিউবের মিউজিক ট্রেন্ডিংয়ে রাজত্ব করেছে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানটি। তামান্না ভাটিয়ার আবেদনময়ী উপস্থিতির কারণে গানটি ঝড় তুলেছিল অন্তর্জালে। তবে গত বছরের শেষ থেকে ট্রেন্ডিংয়ে ফিরতে শুরু করেছে বাংলা গান।
বিস্তারিত পড়ুন...