কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হতে থাকেন তাঁরা। রাত ১২টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
এর আগে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে তাঁরা বিভিন্ন হল থেকে ক্যাম্পাসের বটতলায় জড়ো হতে থাকেন। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই খবর জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে তাঁদের মুক্ত করার জন্য বিক্ষোভরত শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘আমাদের কাছে তথ্য এসেছে যে আমাদের দুজন আন্দোলনকারী ভাইকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগের নেতা–কর্মীরা অবরুদ্ধ করে রেখেছেন। আমরা মূলত তাঁদের নিয়ে যাওয়ার জন্যই হলের সামনে অবস্থান নিয়েছি।’
রাত পৌনে দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার। তখনো শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে ও ক্যাম্পাসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।