‘পরিবেশবান্ধব এসিতে রোজ, গরমে পাই আরামের খোঁজ’ স্লোগানে আজ বুধবার অনলাইনে শুরু হচ্ছে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সপ্তাহব্যাপী মেলা।
তৃতীয়বারের মতো প্রথম আলো ডটকম এই মেলার আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে এসি প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইলেকট্রোমার্ট লিমিটেড (গ্রী এসি), সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ভিশন ইলেকট্রনিকস, হাউস অব বাটারফ্লাই, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড (সনি-স্মার্ট), র্যাংগ্স ই-মার্ট, ট্রান্সকম ডিজিটাল এবং যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইল লিমিটেড।
অনলাইন এই মেলায় এসি প্রদর্শনের পাশাপাশি তুলে ধরা হবে বাংলাদেশে এসির বর্তমান বাজারের হালচাল। থাকবে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের এসির খোঁজখবর নিয়ে ফিচার। সেই সঙ্গে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বিক্রয়কেন্দ্রের বিস্তারিত তথ্যভিত্তিক ভিডিও এবং নির্দিষ্ট ব্র্যান্ডের এসি সম্পর্কে দেশের জনপ্রিয় তারকাদের রিভিউ ভিডিও পাওয়া যাবে। এ ছাড়া সাধারণ দর্শক-ক্রেতাদের থাকবে এসিবিষয়ক বিভিন্ন পরামর্শমূলক লেখা।
সপ্তাহব্যাপী অনলাইন এসি মেলা চলবে ২১ মার্চ ২০২৪ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে acmela.pro ওয়েবসাইটে।