অস্ট্রিয়াপ্রবাসী সেফাত উল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মঙ্গলবার এ রায় দেন। সাইবার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে সেফাত উল্লাহর বিরুদ্ধে ২০২১ সালের ২৩ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে নালিশি মামলা করেন এক আইনজীবী। ওই মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
নজরুল ইসলাম আরও বলেন, গত বছরের ১৯ জানুয়ারি সেফাত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে একজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত ফৌজদারি কার্যবিধির ২৬৫-এইচ ধারায় সেফাত উল্লাহকে খালাস দিয়েছেন।
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদন করবেন বলে জানান পিপি নজরুল ইসলাম।