বর্ষবরণে চট্টগ্রামে বর্ণিল আয়োজন

বর্ষবরণের আয়োজনে এক শিশুর গালে রং দিয়ে ‘শুভ নববর্ষ’ লিখে দিচ্ছেন একজন। চট্টগ্রাম নগরীর ডিসি হিলে
ছবি: সৌরভ দাশ

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করছে চট্টগ্রামবাসী। বর্ষবরণ উপলক্ষে নগরীর ডিসি হিল, সিআরবি শিরীষতলা, চারুকলা মোড়, চেরাগি পাহাড় মোড় ও জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণিল সব আয়োজন করা হয়েছে। নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আজ শুক্রবার ভোর থেকে এসব জায়গায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সকাল সাড়ে সাতটায় বেহালার সুরে সিআরবির শিরীষতলায় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক দল গান ও নাচ পরিবেশন করে। চট্টগ্রাম নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সিআরবিতে বর্ষবরণের এ আয়োজনে বসেছে গ্রামীণ মেলা।

নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা বের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের চটেশ্বরী কালীবাড়ি এলাকায়

সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নগরীর ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান চলছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘পয়লা বৈশাখ বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক’। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।

চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় নগরের বাদশাহ মিঞা সড়কের চারুকলার মোড় থেকে। পরে একই জায়গা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে এবারের এ আয়োজনে ছিল না বিভিন্ন রঙের ব্যবহার। ছিল সাদা-কালো রঙে আঁকা ব্যানার-ফেস্টুন। মূলত, চারুকলা ইনস্টিটিউটকে শহর থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে প্রতিবাদের অংশ হিসেবে শিক্ষার্থীদের এমন ভিন্নধর্মী আয়োজন।

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী জয়া ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবি মেনে না নিয়ে প্রশাসন সংস্কারের নামে ইনস্টিটিউট বন্ধ রেখেছে। এবার শোভাযাত্রা আয়োজনের অনুমতি দেয়নি। বলা হয়েছিল, এমন ছোট অনুষ্ঠান না করলেও সমস্যা হবে না। কিন্তু পয়লা বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব। এটি কোনো ছোট উৎসব নয়। তাই এবার প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে আরেকটি মঙ্গল শোভাযাত্রা বের হয় সকাল নয়টায়। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজন করা হয় প্রভাতি অনুষ্ঠানের। সকাল সাড়ে আটটায় চেরাগি পাহাড় মোড়ের নন্দন চত্বরে ‘বিশ্ব ভরা প্রাণ’ শিরোনামে এ অনুষ্ঠানে পঞ্চকবির গান, কবিতা ও নাচ পরিবেশন করেন পরিষদের শিল্পীরা। এ আয়োজনে অতিথি ছিলেন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ অনুপম সেন, লেখক ফেরদৌস আরা আলীমসহ বিশিষ্টজনেরা।