ঢাকা-৭ আসন

হাসিবুরের প্রার্থিতার বিরুদ্ধে আপিল বিভাগে দুই আবেদন

হাসিবুর রহমান
ছবি: নির্বাচন কমিশনের ওয়েবসাইট

ঢাকা–৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং তাঁকে প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছেন একজন প্রার্থী ও নির্বাচন কমিশন (ইসি)। পৃথক এ দুই আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। হাসিবুর রহমানের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছেন, হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আদালত। তাই হাসিবুর রহমানের প্রার্থিতা বহাল রয়েছে।

হাসিবুর রহমান ঢাকা–৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে তাঁর মনোনয়নপত্র ৪ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন, যা ১৪ ডিসেম্বর নামঞ্জুর হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ ওই আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের প্রার্থী মো. ইদ্রিস বেপারী ও নির্বাচন কমিশন আবেদন করে। প্রার্থিতা ফিরে পেতে হাসিবুরের আগের একটি রিট সরাসরি খারিজ করে ১৮ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে তিনি নিজেও একটি আবেদন করেন। পৃথক তিনটি আবেদন আজ চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। হাসিবুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল ওয়াদুদ ভূঁইয়া ও শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী মশিউর আলম। মো. ইদ্রিস বেপারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, পৃথক আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে একসঙ্গে শুনানির জন্য ২ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি। ফলে হাসিবুর রহমানের নির্বাচনের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই। তাঁর প্রার্থিতা আপাতত বহাল রইল।