লালন উৎসব শুরু

লালন উৎসবের প্রথম দিনে সংগীত পরিবেশনায় ছিলেন বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে
ছবি: সংগৃহীত

লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘লালন উৎসব-২০২৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এদিন অনুষ্ঠিত হয় সাধু মেলার ৫৪তম আসর। শিল্পকলার বাউল কুঞ্জে অনুষ্ঠিত এই আসরে উপস্থিত হন দেশের বিশিষ্ট বাউলশিল্পী, লালনসংগীতশিল্পীরা।

প্রথম দিনের অনুষ্ঠানে বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সহশিল্পীদের নিয়ে পরিবেশন করেন দলীয় লালনসংগীত ‘মুর্শিদ জানাই যারে’। বাউল নয়ন সাধু পরিবেশন করেন ‘সাধুসঙ্গ’। এদিন আরও বাউলসংগীত পরিবেশন করেন পাগলা বাবলু, সমীর বাউল, মানবান আনোয়ার শাহ, খাইরুল ওয়াসি ও ভগীরত মালু।

লালন উৎসবের প্রথম দিনে সংগীত পরিবেশন করছেন এক শিল্পী। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে

লালন উৎসবের প্রথম দিনের আসরে শুরুতেই লালন সাঁইয়ের বাণী পরিবেশন করেন পলি বাউল। তিনি পরিবেশন করেন ‘কে তাহারে চিনতে পারে’। এরপরে সজীব বাউল বাণী পরিবেশন করেন। এ ছাড়া দলীয় লালনসংগীত পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিশু–কিশোর সংগীত দল, সরদার রহমত উল্লাহর দল বাঁশরিয়া, নারায়ণচন্দ্র শীলের দল লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন। ছিল আরও অনেক বাউল শিল্পী ও দলের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো ও লালনভক্ত–শ্রোতারা।  

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ১৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টায় উৎসব অনুষ্ঠিত হবে কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ধামে। তৃতীয় দিন ২০ অক্টোবর শুক্রবার বিকেলে কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমিতে হবে সমাপনী আয়োজন।