ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা, ২৫ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা, ২৫ আগস্ট

সচিবালয়ের সামনে আনসাররা

টিএসসিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, সচিবালয়ে যাওয়ার ঘোষণা

সচিবালয়ে আনসারের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তাঁরা মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার রাত পৌনে নয়টা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়া শুরু করেছেন। প্রথমে কিছু শিক্ষার্থী জড়ো হলেও ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠিসোঁটাসহ সংগঠিত হয়ে শিক্ষার্থীরা টিএসসিতে আসছেন। জড়ো হওয়া শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দালালির ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ নানা স্লোগান দিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা, ২৫ আগস্ট

এক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে হ্যান্ডমাইকে বক্তব্যও দিয়েছেন। তিনি বলেন, ‘স্বৈরাচারের দালালদের প্রতিহত করা হবে। সবাই টিএসসিতে আসুন। খবর এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে স্বৈরাচারের দালাল কিছু আনসার সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ আনসারের মুখোশে ফিরে আসছে। স্বৈরাচারের দালালদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া যাবে না। আমরা সচিবালয়ে গিয়ে এদের প্রতিহত করব।’

চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার দুপুর ১২টা থেকে সচিবালয় অবরোধ করেন আনসার সদস্যরা

রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে লাঠিসোঁটাসহ সংগঠিত হয়ে অনেক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে আসছিলেন।