সিলেটের কোম্পানীগঞ্জ–সংলগ্ন ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে থাকা বাংলাদেশির লাশ উদ্ধার করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন লাশটি ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড ব্যাটালিয়নকে (বিজিবি) অবহিত করেছিল।
কোম্পানীগঞ্জের ইসলামপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি কোম্পানীগঞ্জের ইসলামপুর পূর্ব ইউনিয়নের দয়ার বাজার ভাটরাই গ্রামের আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। মঙ্গলবার সকাল আটটার দিকে ভারত সীমান্ত এলাকায় তিনি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। পরে ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, লাশটি ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে রয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে এ জন্য কিছুটা আইনি জটিলতা রয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সিদ্ধান্তের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি পাহাড় কিংবা উঁচু টিলা থেকে পড়ে গিয়ে আহত হয়ে মারা গেছেন। অথবা মারধরের শিকার হয়েছেন।