সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ মার্চ, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেল না

শিশু ধর্ষণ
প্রতীকী ছবি: প্রথম আলো

মাগুরার সেই শিশুটিকে বৃহস্পতিবার বেলা একটায় মৃত ঘোষণা করা হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বলেন, বৃহস্পতিবার সকালবেলা দুই দফায় শিশুটির ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়। সিপিআর দেওয়ার পর তাঁর হৃৎস্পন্দন ফিরে এসেছিল। কিন্তু দুপুর ১২টায় তাঁর আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন ফেরেনি। বিস্তারিত পড়ুন...

সচিবালয়-শাহবাগসহ কয়েক এলাকায় সভা–সমাবেশ মিছিল নিষিদ্ধ

ছবি : ডিএমপি নিউজের সৌজন্যে

রাজধানীতে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টো রোডে সব ধরনের সভা-সমাবেশ গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।বিস্তারিত পড়ুন...

রাজু ভাস্কর্য যাঁর নামে, সেই রাজু কে, কীভাবে শহীদ হয়েছিলেন

মঈন হোসেন রাজু শহীদ হওয়ার পর তাঁর স্মরণে ১৯৯৭ সালে টিএসসি এলাকার সড়কে সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য নির্মাণ করা হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সড়কের ওপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীদের কাছে প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত এই ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে গুলিতে শহীদ হওয়া মঈন হোসেন রাজুর স্মৃতিকে জীবন্ত রাখতে এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। বিস্তারিত পড়ুন...

অভিযুক্ত করণ থেকে শাহরুখ, পেইড রিভিউ কি বলিউডকে ধ্বংস করে দিচ্ছে

এসব রিভিউ কতটা সত্যের প্রতিফলন? কোলাজ

সিনেমা মুক্তি পেতে না পেতেই চলে আসে রিভিউ। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা নিয়ে প্রশংসার ঝড়। কিন্তু এসব রিভিউ কতটা সত্যের প্রতিফলন? কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে বলিউডের গোপন সত্য। বিস্তারিত পড়ুন...  

খালেদ মাহমুদ বললেন, ‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ ও তামিম

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মোহাম্মদ রফিক। দেড় যুগ ধরে সেটিই হয়ে থেকেছে বাংলাদেশের কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার সর্বশেষ ঘটনা। বিস্তারিত পড়ুন...