একটি উন্নয়নকাজে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই প্রকৌশলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের কমিটি করেছে সিটি করপোরেশন। আজ বুধবার করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সই করা এ-সংক্রান্ত দুটি অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়।
এর মধ্যে একটি আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিনকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রধান কার্যালয়ে সচিবালয় বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
আরেকটি আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকে ৩ কোটি ২১ লাখ টাকার কাজে ৬১ লাখ টাকা ঘুষ নেওয়া–সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সে বিষয়ে জরুরি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লফিফুল হক কাজমীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে সদস্য এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করে করপোরেশনের জনসংযোগ শাখার এক কর্মকর্তা বলেন, একটি উন্নয়নকাজে ঘুষ গ্রহণের বিষয়ে অভিযোগ এলে কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কর্মকর্তাকে ওএসডি করেছে। পাশাপাশি এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী আজ রাতে প্রথম আলোকে বলেন, দুই প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জেনেছেন। তবে অফিস আদেশ এখনো হাতে পাননি।