সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচারিক কার্যক্রম) স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম স্থগিত–সংক্রান্ত বিজ্ঞপ্তির ভাষ্য, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচারিক কার্যক্রম) স্থগিত করেছেন।

এর আগে আজ দুপুরে হাইকোর্ট বিভাগে কার্যক্রম পরিচালনা এবং আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও চেম্বার আদালত পরিচালনা বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

হাইকোর্ট বিভাগে কার্যক্রম পরিচালনাসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম সীমিত আকারে আগামীকাল বৃহস্পতিবার হতে সরাসরি বা ভার্চ্যুয়ালি (প্রয়োজনমতে যেটি সুবিধাজনক) চলবে। পাশাপাশি দপ্তর ও শাখাগুলোর কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হবে।

আর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও চেম্বার আদালত পরিচালনা বিষয়ে অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। কাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম আপিল বিভাগের মামলা–সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দৈনিক চেম্বার কোর্টে সরাসরি বা ভার্চ্যুয়ালি (সুবিধামতো) যথারীতি শুনানি গ্রহণ করবেন। এর মধ্যে উভয় বিভাগে বিচারিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে আজ রাতে নতুন বিজ্ঞপ্তি এল।