রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি–ভবনের মিলনায়তনে শুক্রবার আয়োজন করা হয় লোকসংগীত অনুষ্ঠানের
রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি–ভবনের মিলনায়তনে শুক্রবার আয়োজন করা হয় লোকসংগীত অনুষ্ঠানের

ছায়ানটে লোকসংগীতের আসর

‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ অথবা ‘মানুষ ধরো মানুষ ভজো’—এমন জনপ্রিয় লোকগানে মুখরিত হলো সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছায়ানটের আসর। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনের মিলনায়তনে আয়োজন করা হয় এই লোকসংগীত অনুষ্ঠানের।

এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে সংগীতগুণী তপন কুমার মজুমদারকে। এবারের আয়োজনে পরিবেশন করা হয়েছে গীতিকবি রশীদ উদ্দিন, কানাইলাল শীল, আবদুল খালেক দেওয়ান, মোমতাজ আলী খান ও আবদুল লতিফের লেখা মোট ২২টি গান।

অনুষ্ঠান শুরু হয় সম্মেলক গান দিয়ে। এরপর ছায়ানটের যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়ের কথন পর্বের পর শুরু হয় শিল্পীদের একক পরিবেশনা। শিল্পী মতিউর রহমান, জোনাকী রাণী শীল, মুহাম্মদ কামরুল বাশার, চন্দনা মজুমদারসহ ১৬ জন শিল্পী পরিবেশন করেন একক গান।

বাকি গানগুলো ছিল সম্মেলক পরিবেশনা। যন্ত্রানুষঙ্গে ছিলেন অজয় দাস, স্বরূপ হোসেন, রবিন্স চৌধুরী, দশরথ দাশসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।